Bangladeshi News




কণ্ঠে নিয়ন্ত্রিত হবে গ্যালাক্সি এসথ্রি



গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংযোজন হিসেবে গ্যালাক্সি এস৩ অবমুক্ত করেছে স্মার্টফোন জায়ান্ট স্যামসাং। ৪.৮ ইঞ্চি পর্দার এই ফ্লাগশিপ স্মার্টফোনে আইফোনের অনুকরণে কণ্ঠ নিয়ন্ত্রিত অ্যাপস সিরি যোগ হয়েছে। ফলে প্রথমবারের মতো স্যামসাংয়ের কোনো হ্যান্ডসেট কণ্ঠের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। কোয়াড কোর প্রসেসর গতির সুপার অ্যামোলেটেড [অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গাসিক লাইট এমিটিং ডায়োড] পর্দা বিশিষ্ট এবারের এস৩ পূর্ববর্তী সংস্করণের পর্দার চাইতে ২২ ভাগ বড়। এটি স্মার্টফোন দুনিয়ায় সবচেয়ে বড় পর্দা বিশিষ্ট হ্যান্ডসেট বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ব্যবহারকারীকে অনুসরণে সক্ষম বুদ্ধিমান ক্যামেরা। ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল দুটি প্রতিটি ক্লিকে সর্বোচ্চ ২০টি পর্যন্ত বিভিন্ন মানের স্থিরচিত্র ধারণ করতে পারে। গত সপ্তাহে নকিয়াকে পেছনে ফেলে স্যামসাংয়ের শীর্ষস্থান দখলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গ্যালাক্সি সিরিজ। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চতুর্থ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ চালিত এস৩ স্যামসাংয়ের স্মার্টফোন বাণিজ্যে নতুন মাত্রা দেবে। সাদা ও নীল রঙে তিনটি ভিন্ন ধারণক্ষমতায় বাজারে এসেছে গ্যালাক্সি এস৩। ছাড়া হলেও দ্রুত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে অবমুক্ত করা হবে।
হআমিনুর রহমান
শুরুতেই হিলারি জানতে চাইলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি
রবিবার, ০৬ মে ২০১২
স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের শুরুতেই হিলারি ক্লিনটন জানতে চাইলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। পাশাপাশি জানান, বাংলাদেশের জনগণের সাম্প্রতিক গুম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় খালেদা জিয়া সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বলেন, আজকের বৈঠকে দলের মহাসচিবের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু সরকারের দেয়া মিথ্যা মামলার কারণে তিনি বৈঠকে অংশ নিতে পারেননি। এ সময় বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করেন হিলারি। গত রাত ৯টা ২৫ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ঘণ্টাব্যাপী বৈঠকে খালেদা-হিলারি দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে রাত পৌনে ১১টায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেন। তিনি জানান, বৈঠকের শুরুতেই হিলারি ক্লিনটন নিজে থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও এ ব্যাপারে বিএনপি’র বক্তব্য জানতে চান। এসময় খালেদা জিয়া হিলারিকে জানান, এখন দেশের জনগণের একটিই দাবি। আগামী নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণমূলক হয়। কারণ, নির্বাচনই গণতন্ত্রের প্রধান স্তম্ভ। নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে না পারলে গণতন্ত্র সুসংহত হবে না। এ সময় হিলারি ক্লিনটন বলেন, তিনি সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। সরকারকে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হোক। এ জন্য রাজনৈতিক দলগুলোকেই আলোচনার মাধ্যমে সমাধান বের করতে হবে। এ আলোচনা সংসদে এবং সংসদের বাইরে হতে পারে। তিনি আশা করেন কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে সে সমাধান বের করতে পারবে। আলোচনার মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট তৈরিরও তাগিদ দেন তিনি। হিলারি ক্লিনটন বলেন, তিনি বাংলাদেশের মানুষের সাম্প্রতিক গুম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছেন। এ রকম গুমের ফলে দেশে ভয়ভীতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর ঘটনাকে গুরুত্ব দিয়েছেন। সরকারের কাছে তিনি বলেছেন, যাতে নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করে সশরীরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উভয়ের সঙ্গে বৈঠকেই বিষয়টি তুলে ধরেছি।  বৈঠকে হিলারি ক্লিনটন আশা প্রকাশ করেন বাংলাদেশ-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং দৃঢ় হবে। কারণ, দুই দেশের মধ্যে কারিগরি ও অর্থনৈতিক বিশাল সম্পর্ক রয়েছে। এ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিএনপি’র মনোভাব ও বক্তব্য জানতে চান তিনি। জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশ এ সুযোগটি পেলে অর্থনৈতিকভাবে খুবই উপকৃত হবে। কারণ, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে তৈরি পোশাক শিল্পের ব্যাপক ভূমিকা রয়েছে। এ খাতের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন। তিনি বাংলাদেশে আরও ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ করার আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার পরিচালনা করবে। দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার চেষ্টা করবে। এজন্য ইতিমধ্যে দেশের প্রতিটি রাজনৈতিক শক্তির কাছে তিনি জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়েছেন। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবে তা হিলারিকে জানান। বিরোধী নেতা বলেন, বাংলাদেশে যে জ্বালানি ঘাটতি সেটা বিএনপি আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়। শমসের মবিন চৌধুরী জানান, খালেদা জিয়া বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর সুদৃঢ় করার ব্যাপারে জোর দিয়েছেন। বৈঠকে হিলারি ক্লিনটন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে যেন এ বিষয়টিকে অব্যাহত রাখা হয়। জবাবে খালেদা জিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনের চার বছরের ভূমিকা ও কর্মকাে র প্রশংসা করেন। তিনি আশা করেন হিলারি ক্লিনটন আরও অনেক উচ্চ শিখরে আসীন হবেন। যদি হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে নারী হিসেবে তিনি খুবই আনন্দিত হবেন। জবাবে হিলারি বলেন, তিনি চেষ্টা করবেন না তা নয়। খালেদা জিয়া বলেন, হিলারির সঙ্গে কথা বলতে তার ভাল লাগে। দুই জনের মধ্যে গড়ে উঠা এ বন্ধুত্ব যেন আরও সুদৃঢ় হয়। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। এক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, হিলারিকে জানানো হয় বৈঠকে দলের মহাসচিবের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সরকারের দেয়া মিথ্যা মামলার কারণে তিনি বৈঠকে অংশ নিতে পারেননি। এমনকি সরকারি প্রতিবন্ধকতার কারণে জামিনের জন্য উচ্চ আদালতেও যেতে পারেননি। খালেদা জিয়া বলেন, আমরা ধ্বংসাত্মক কর্মসূচি দিতে চাই না। কিন্তু আদালতে গিয়েও প্রতিকার পাচ্ছি না। আদালতকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে। সরকারের এমন আচরণকে হিলারি দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি আশা করেন, এই পরিস্থিতির পরিবর্তন হবে। খালেদা- হিলারি বৈঠকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ অংশ নেন। এ সময় সেখানে ছিলেন নিখোঁজ ইলিয়াস আলীর শিশুকন্যা সাইয়ারা নাওয়াল। দলীয় সূত্র জানায়, বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার ঘটনাসহ দেশের বিপন্ন মানবাধিকার পরিস্থিতির তথ্য-উপাত্ত তুলে দেন। রাত নয়টা ২০ মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসায় যান হিলারি ক্লিনটন। এক ঘণ্টা বৈঠক শেষে রাত ১০টা ২৫ মিনিটে বেরিয়ে যান তিনি। এদিকে খালেদা জিয়ার বাসায় হিলারির আগমন উপলক্ষে পুরো গুলশান এলাকায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পুলিশ-র‌্যাব ছাড়াও মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একদল চৌকস সদস্য। এ সময় গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোডও বন্ধ করে দেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গুলশানে খালেদা জিয়ার বাসাকে ঘিরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা শুরু হয়। সোয়া সাতটার দিকে খালেদা জিয়ার বাসায় যায় এসএসএফ। পরপরই সেখানে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মীরা। রাত সাতটা ৫০ মিনিটে হিলারির সঙ্গে সাক্ষাতের জন্য খালেদা জিয়ার বাসায় যায় নিখোঁজ ইলিয়াস আলীর সাইয়ারা নাওয়াল।

নিতু চন্দ্রা এবার আন্তর্জাতিক ছবিতে
রবিবার, ০৬ মে ২০১২
বিনোদন ডেস্ক: ব্যাপক খোলামেলা পোশাকে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে ইতিমধ্যে ঝড় তুলেছেন সেক্সসিম্বল অভিনেত্রী নিতু চন্দ্রা। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে কোন ছবির মাধ্যমেই তুলে ধরতে পারেননি তিনি। তবে তার নামের পাশে হট অভিনেত্রীর তকমাটা জুটেছে ঠিকই। বলিউডে সফলতা না এলেও এবার নিতু চন্দ্রার অভিষেক ঘটতে যাচ্ছে একটি আন্তর্জাতিক চলচ্চিত্রে। গ্রিক এবং ইংরেজি এই দুই ভাষায় নির্মাণ হতে যাচ্ছে ছবিটি। পরিচালনা করবেন গ্রিক নির্মাতা কাইরাকোস টোফারিডিস। পরিচালকের সঙ্গে ইতিমধ্যে কথা পাকা হয়েছে নিতুর। ছবিতে বেশ কিছু নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন তিনি। তবে নিতু চন্দ্রার এমন আন্তর্জাতিক ছবিতে অভিষেকের ক্ষেত্রে বলিউডের পরিচালক অনুরাগ কাশিয়াপের ভূমিকা মুখ্য ছিল। মূলত ছবিটির জন্য একজন ভারতীয় অভিনেত্রী খুঁজছিলেন পরিচালক কাইরাকোস টোফারিডিস। সেজন্য অনুরাগের সহযোগিতা চেয়েছিলেন তিনি। অনুরাগই নিতুকে কাস্ট করার জন্য বলেন। অনুরাগের সহায়তায়ই একটি অনলাইন মিটিংও কাইরাকোসের সঙ্গে সেরেছেন নিতু। আর তার মাধ্যমেই ছবির জন্য কথা পাকাপাকি হয়ে যায়। এ ছবির শুটিংয়ে অংশ নিতে খুব শিগগিরই গ্রিসে যাচ্ছেন নিতু। এই ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতেই ব্যস্ত তিনি। পাশাপাশি এ ছবিতে সুযোগ পাওয়ায় পরিচালক অনুরাগ কাশিয়াপের কাছেও বেশ কৃতজ্ঞ নিতু




আগামীকালও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

 রবিবার, ২২ এপ্রিল ২০১২, ৯ বৈশাখ ১৪১৯
Details
আগামীকাল আবারো সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে আজ রবিবার বিকালে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এ হরতাল ডেকেছে বিএনপি। একই দাবিতে আজ সারাদেশে সকাল-সন্ধা হরতাল পালন করে বিএনপি।
কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমি জোর দিয়ে বলছি, সরকারই ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে তুলে নিয়েছে। সরকার আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়েছে এবং পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। অসংখ্য নেতাকর্মীর ওপর আওয়ামী লীগ হামলা চালিয়েছে। তিনি বলেন, এতোদিন হরতালের মতো কর্মসূচি এড়িয়ে চলেছি। কিন্তু আমরা শুধু মার খেয়ে যাবো, অত্যাচার নিপীড়ন সয়ে যাবো তা হতে পারে না






রাজধানীতে বাসে আগুন একজন জীবন্ত দগ্ধ
ঢাকায় ৭ বাসে আগুন ষ সিলেটে ৮ বাস ভাঙচুর




 নিজস্ব বার্তা পরিবেশক
আজ বিএনপির ডাকে হরতাল। হরতালের আগের দিন গতকাল বাসে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে একজনকে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বিএনপির ডাকা আজকের হরতালকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল ৭টি বাসে অগি্নসংযোগ করেছে হরতাল সমর্থকরা। এর মধ্যে খিলগাঁওয়ে ঢাকা-পাবনা রুটের একটি বাসের ভিতরে ঘুমিয়ে থাকা অগি্নদগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন বদর আলী (৪০) আগুনে পুড়িয়ে হত্যা করা হলো মানুষ। রাজধানীসহ সারাদেশে গতকাল ৭টি গাড়িতে আগুন দেয়া হয়। পুলিশ বলছে, সারাদেশে বাসে আগুন ও ভাঙচুর নাশকতা করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর ২টা থেকে বাসে আগুন দেয়া শুরু হয়। খিলগাঁও, গুলিস্তান, আজিমপুর, আব্দুল্লাহপুর, পুরানা পল্টন, ফকিরাপুল, সদরঘাট এলাকায় বাসগুলোতে আগুন দেয়া হয়। পুড়ে যাওয়া গাড়িগুলোর সবগুলোই যাত্রীবাহী বাস।
হরতালের আগে আতঙ্ক সৃষ্টির জন্য এভাবে বাসে আগুন দেয়ার ঘটনা নতুন নয়। বাসগুলোতে কারা কীভাবে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিসের কর্মীরা। এমনকি অগি্নসংযোগের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।
বাসে আগুন দেয়ার খবরে নগরজুড়ে বিরাজ করে আতঙ্ক। দুপুরের পর পরই রাজধানী ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো যানবাহনশূন্য হয়ে পড়ে। এতে নগরবাসী চরম দুর্ভোগের মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস সূত্র ও আগুন দেয়া একটি বাসের হেলপার আহত মোতালেব জানান, খিলগাঁও খিদমাহ হসপিটালের সামনের সড়কে পার্কিং করা অবস্থায় ছিল ঢাকা থেকে পাবনা রুটের ঈগল পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস (যশোর মেট্রো ব ১১-০০১৯)। প্রখর রোদের হাত থেকে রক্ষা পেতে বাসের এসি চালু করে দরজা বন্ধ করে নির্বিঘ্নে ঘুমাচ্ছিলেন ড্রাইভার বদর আলী আর হেলপার মোতালেব। ঘুম থেকে উঠে দুপুরের খাবার শেষ করার কথা ছিল ড্রাইভার ও হেলপারের। কিন্তু খাবার শেষ করা আর হলো না। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে অঙ্গার হলেন ড্রাইভার বদর আলী। প্রাণে বাঁচলেন হেলপার মোতালেব।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, দুপুর ২টা ৫ মিনিটে অজ্ঞাত কয়েকজন যুবক বাসের জানালা খুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসের মধ্যে থাকা মোতালেব জানান, আগুনের উত্তাপে এক সময় ঘুম ভেঙে যায় তার। নিজের জীবন বাঁচাতে তাই লাফিয়ে পড়েন জানালা দিয়ে। আহত হলেও তাই জীবন হারাতে হয়নি তাকে। আগুনের হাত থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে ওস্তাদের কথা ভুলেই গিয়েছিলেন মোতালেব। যখন মনে পড়ে ওস্তাদ বদর আলীও বাসের মধ্যে আছেন, তারপর চেষ্টা করেও লাভ হয়নি। ততক্ষণে পুড়ে মারা গেছেন বদর। এক পর্যায়ে ফায়ার সার্ভিস সদস্যরাও ঘটনাস্থলে পেঁৗছেন। তারা আগুন নিভিয়ে বাসের ভেতর থেকে বদর আলীর অগি্নদ্বগ্ধ লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। আর আহত মোতালেবকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, নিহত বদর আলীর পিতার নাম মির্জা হাসান আলী। গ্রামের বাড়ি খুলনা ফুলতলার পূর্বপাড়ার চামুচরে। তার দুই মেয়ে এক ছেলে। স্ত্রী হাওয়া বেগম। নিহতের দুলাভাই স্বপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বিকেলে লাশ শনাক্ত করেন।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, দুপুর ১টা ৫৬ মিনিটে গুলিস্তানে কমলাপুর থেকে বনানীগামী ৬ নম্বর রুটের একটি যাত্রাবাহী বাসে আগুন লাগায় হরতাল সমর্থক বিএনপি-জামায়াত কর্মীরা। পুলিশ বলছে, অজ্ঞাত ৩/৪ জন যুবক বাসের ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় একই সময়ে আজিমপুরে ইডেন মহিলা কলেজের সামনের সড়কে বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২২০০) আগুন দেয় হরতাল সমর্থকরা। আগুন আতঙ্কে বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নেভায়।
বাসটির চালক জানান, নিউমার্কেটের সামনে থেকে তিন চারজন যুবক বাসে উঠে নিউমার্কেটের কাছে এসে যাত্রীদের উপস্থিতিতেই পেট্রোল ঢেলে দেয়। একইভাবে আব্দুল্লাহপুরেও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।
বিকেল ৩টায় উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় একটি যাত্রীবাহী পরিবহনে আগুন লাগানো হয়। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে যায়। বাস থেকে নামতে গিয়ে আহত হন ২ জন। বিকেল ৪টা ২৫ মিনিটে ফকিরাপুল পানির ট্যাংকির কাছে একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস সূত্র বলছে, তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নেভায়। পল্টনে সাড়ে ৪টায় আরেকটি বাসে অগি্নসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয় জনগণ। এ দুই স্থানে হতাহতের কোন খবর নেই। বিকেল ৫টা ৪৫ মিনিটে সদরঘাটে বাহাদুর শাহ পার্কের কাছে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় হরতাল সমর্থকরা। বাসটি পার্কিং করা অবস্থায় থাকায় এতে কোন যাত্রী ছিল না। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট অফিস জানায়, দুপুর থেকে নগরীতে শুরু হয় সমাবেশ, অবস্থান ধর্মঘট। নগরীর আদালত মোড়ে অবস্থান ধর্মঘট থেকে সিলেটে দুই দিনের হরতাল আহ্বান করা হয়েছে। হরতাল সফল করে তুলতে সবার প্রতি অনুরোধ জানানো হয় ওই সমাবেশ থেকে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ অন্য নেতারা এতে বক্তব্য রাখেন।
রেজিস্টারি মাঠে বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা বলেন, ইলিয়াস আলীর সন্ধান যদি সরকার দিতে না পারে, তাহলে পুরো সিলেট বিভাগকে অনির্দিষ্টকালের জন্য অচল করে দেয়া হবে। পাশাপাশি সিলেটের জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, ছাতক থেকে সারাদেশে বালু, পাথর, চুনাপাথর ও অন্যান্য পণ্যাদি সারাদেশে সাপ্লাই বন্ধ করে দেয়া হবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকীর পরিচালনায় মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি এমএ হক, জাতীয় সংসদ সদস্য শাম্মী আখতার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফফার, বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী ও ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান। ওসমানী নগর থানা বিএনপির প্রতিবাদ সভা থানা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ থানা বিএনপির সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার। সিলেট সদর উপজেলা বিএনপির সভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শামসুদ্দিন। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কানাইঘাট উপজেলা বিএনপির এমএ. লতিফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জৈন্তিয়া উপজেলা বিএনপির সভা এমএ মালিক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা বিএনপির সভা বদরুল হক খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভা হিলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভা সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Elias remains untraced



Police file two cases over Thursday’s Naya Paltan violence
The police filed two cases against 30 named and around 5,500 unnamed leaders and activists of the opposition Bangladesh Nationalist Party after Thursday’s violence in Naya Paltan area in the capital.
BNP leaders and activists on Thursday staged demonstrations and clashed with the police at Naya Paltan in protest against the disappearance of the party organising secretary and former lawmaker Elias Ali.
At least 70 people, including a dozen policemen, were injured in the fierce clashes. A number of vehicles, including police cars, were also torched during the trouble.
Paltan police sub-inspectors Mohsin Uddin and Nasir Uddin filed the cases on Thursday night against the persons on charge of arson attacks on vehicles, vandalism and attack on police during the violence, said Paltan police duty officer Mohammad Shahidullah.
The police did not arrest anyone yet in connection with the incident.
Sub-inspector Mohsin
Uddin filed one case against 20 named and 4,000 to 5,000 unnamed people. Some of the named persons are Chhatra Dal Dhaka city north unit president Abul Monsur Khan Dipak, general secretary Kamal Anwar Ayub and Dhaka city south unit Swechchhasebak Dal convener  Yasin Ali.
In the other case, sub-inspector Nasir Uddin named 10 and 400 to 500 unnamed people. Chhatra Dal Dhaka city south unit convener Habibur Rahman Habib and Rafiqul Islam Majnu are among the persons named in the case.
Police and law enforcers could not yet trace Elias Ali or establish what led to his mysterious disappearance from Banani in the capital on Tuesday night.
Three teams of police, detective branch of police and RAB-1 were investigating the incident.
Banani police officer-in-charge Mamun-ur-Rashid said the police were trying their best to trace Elias and crack the mystery.
‘Our investigation team on Friday went to Elias Ali’s house and talked to his wife for additional information but until now we could not trace him or make any headway...,’ he said.
Elias Ali, made the last call from the city’s Eskaton area before his mobile was switched off, investigators said after tracking the calls made from his cell phone, reports bdnews24.com.
The last person he had talked with was a journalist from Sylhet and the conversation took place at 12:02am Wednesday, Rapid Action Battalion investigators said.
Elias had called up his driver before making the last call to the journalist, RAB said.
RAB already questioned the journalist and said that the conversation was about publishing some reports relating to the development of Sylhet.
Before going missing, Elias also visited Bangla Motors and Ruposhi Bangla Hotel areas. It has also been confirmed that Elias had gone to the hotel and talked to a person there, the investigators added.
Banani police inspector (investigation) Mainul Islam said they had visited South Point School and municipal park area on Thursday to inquire into a general diary lodged with the police station about the disappearance of Elias Ali and his driver.
‘Our personnel in plain clothes secretly talked to security guards of several buildings and the night guards of the area where Elias’s car was found abandoned, who were on duty on that night and local people of the area,’ he said.
Mahbubur Rahman, deputy commissioner (north) of the detective branch of police, said, ‘Our team and other law enforcement agencies are trying to find out Elias and his driver.’
‘We are doing everything possible to trace him and his driver…’, he said.
‘Until now we could not discover any vital clue to the mystery of his disappearance,’ he added.
Bangladesh Nationalist Party organising secretary M Elias Ali went missing from Dhaka around midnight past Tuesday.

No comments: